ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫
Sharenews24

আছিয়ার রায় নিয়ে যা বললেন জামায়াত আমির

২০২৫ মে ১৭ ১৩:১৭:৫৩
আছিয়ার রায় নিয়ে যা বললেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং বাকি তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

অভিযোগ গঠন থেকে মাত্র ২১ দিনের মধ্যেই মামলার বিচার কার্যক্রম শেষ হওয়ায় একে বিচার বিভাগের দ্রুততার একটি বড় সাফল্য হিসেবে দেখা হলেও, রায় নিয়ে সন্তুষ্ট নয় আছিয়ার পরিবার। তারা জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

আছিয়ার স্বজনরা মনে করছেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খালাস পাওয়া ন্যায়বিচারের পরিপন্থী। তারা দ্রুত উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতে চান।

রায়ের পরদিন শনিবার (১৭ মে) ফেসবুকে দেওয়া এক পোস্টে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন,"মাগুরার নির্যাতিত ও নিহত ছোট্ট মেয়ে আছিয়ার বিচার দুমাসের মধ্যেই সম্পন্ন হওয়া অবশ্যই প্রশংসনীয়। তবে রায়ে অসন্তুষ্ট পরিবারের প্রতিক্রিয়া ভাবনার বিষয়। ন্যায়বিচার নিশ্চিত হওয়া জরুরি।"

তিনি আরও লিখেছেন,"দ্রুত সময়ে শাস্তি নিশ্চিত হলে, সমাজে লম্পটদের জন্য এটি একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হবে। একইসঙ্গে আমরা বরগুনার শিশু মেয়েটির ইজ্জত লুণ্ঠনের ঘটনায় তার পিতা মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডের বিচারও দ্রুত দেখতে চাই।"

মাগুরার শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যার ঘটনা সারাদেশে চাঞ্চল্য তৈরি করে। দ্রুত সময়ের মধ্যে অভিযোগ গঠন ও বিচার শেষ করে আদালত রায় ঘোষণা করেন। তবে এই রায়কে ঘিরে শুরু হয়েছে বিতর্ক ও আইনি লড়াইয়ের নতুন অধ্যায়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে