ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫
Sharenews24

উপদেষ্টা আসিফ মাহমুদকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা

২০২৫ মে ১৭ ১৫:৫৯:০২
উপদেষ্টা আসিফ মাহমুদকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন ইশরাক সমর্থকরা। শনিবার (১৭ মে) দুপুরে ডিএসসিসির নগর ভবনের সামনে তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এই ঘোষণা দেন তারা।

আন্দোলনকারীরা বলেন, উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র, অথচ তাকে এখনো শপথ পড়ানো হয়নি এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। এ নিয়ে তারা 'শপথ নিয়ে টালবাহানা চলবে না', 'ইশরাকের শপথ দিতে হবে'—এমন নানা স্লোগান দেন।

বিক্ষোভকারীরা আরও বলেন, নগর ভবনে বসবেন জনগণের নির্বাচিত নগরপিতা, কোনো উপদেষ্টা নয়। তাই উপদেষ্টা আসিফ মাহমুদ যেন সচিবালয়ে গিয়ে তার কার্যক্রম চালান এবং অবিলম্বে পদত্যাগ করেন—এমন দাবিও জানান তারা।

উল্লেখ্য, আসিফ মাহমুদ বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালন করছেন। তবে টানা আন্দোলনের কারণে এদিন তিনি নগর ভবনে উপস্থিত হননি।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে