ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫
Sharenews24

আসিফ নজরুলকে যে প্রশ্ন ছুড়ে দিলেন হাসনাত আবদুল্লাহ

২০২৫ মে ১৭ ০৯:২৮:২১
আসিফ নজরুলকে যে প্রশ্ন ছুড়ে দিলেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে উদ্দেশ করে বলেছেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডে যে গতি এসেছে, সেটি থামাতে না পারা পুরো সিস্টেমের ব্যর্থতা—এমনকি উপদেষ্টা হিসেবেও ড. আসিফ নজরুলের ব্যর্থতা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (১৬ মে) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আহত শহীদ ও বীর সন্তানদের সম্মানে আয়োজিত ‘জুলাই সমাবেশে’ সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, “৫ আগস্টের আগের মতোই আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের ব্যর্থতা, এবং আসিফ নজরুল স্যারেরও ব্যর্থতা। বিচারপতিরা জামিন দিচ্ছেন আওয়ামী লীগের লোকদের, তাদের চিহ্নিত করুন। দ্বিতীয় ট্রাইব্যুনাল হচ্ছে না কেন—তার জবাব দিন। না পারলে বলুন, কার কারণে পারছেন না। জাতির সামনে স্পষ্ট করুন।”

তিনি আরও বলেন, “স্যার, আমরা আপনার ওপর আস্থা রাখতে চাই। আপনি সেই আস্থা নষ্ট করবেন না।”

এনসিপি নেতা হাসনাত কুমিল্লার রাজনীতির প্রসঙ্গে বলেন,“এখানে আওয়ামী লীগের অর্থায়নে সব দলের রাজনীতি চলছে। এর ভিত না ভাঙলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সম্পদ বাজেয়াপ্ত করুন। শুধু আওয়ামী লীগ নয়, ১৪ দল সরকারের অবস্থানও স্পষ্ট করুন। আমরা রাস্তায় না নামা পর্যন্ত কেউ কিছু করেনি।”

মানবিক করিডর নিয়ে সরকারের নীরবতাও সমালোচনার মুখে পড়ে। হাসনাত বলেন,“মানবিক করিডর নিয়ে প্রশ্ন উঠেছে, আপনারা সেই বিষয়ে অবস্থান পরিষ্কার করুন।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের উদ্দেশে তিনি বলেন, “অনেকেই তদবির বাণিজ্যে জড়িয়ে পড়েছেন—এটা ছাত্র আন্দোলনের কাজ নয়। আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা চাইলে করব, কিন্তু তাদের কাজে হস্তক্ষেপ করা যাবে না। আহতদের পাশে দাঁড়ান, সংস্কার নিয়ে কথা বলুন—অন্য কাজে জড়াবেন না।”

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন,“আগামী ২৬ দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র না এলে কিংবা সেটিতে জনগণের প্রত্যাশার প্রতিফলন না ঘটলে আমরা আবার রাস্তায় নামব। কুমিল্লার বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি, অন্তর্বর্তী সরকার কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা করবে।”

তিনি আরও বলেন,“আমাদের যখন দেওয়ার সময় হয়, আমরা উজাড় করে দেই। কিন্তু প্রাপ্তি শূন্য। আওয়ামী লীগ আবার ফিরে এলে কুমিল্লাকে আলাদা রাষ্ট্র করে দেবে—কারণ হাসিনা ও তার বাবার দুঃস্বপ্ন ছিল এই কুমিল্লা।”

হাসনাত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিকে “যৌক্তিক” উল্লেখ করে বলেন,“সরকারের উচিত দ্রুত এই দাবি বাস্তবায়ন করা। আমাদের প্রধান দাবি ছিল বিচার—নির্বাচন কমিশন সংস্কার করতে হবে। যারা দোসর হয়ে নির্বাচন করতে চায়, তারা কেন সরাসরি আসতে পারছে না? তাদের সশরীরে হাজিরার বিধান রাখুন।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে