ঢাকা, শুক্রবার, ১৬ মে ২০২৫
Sharenews24

গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় হামলা

২০২৫ মে ১৬ ২২:০৬:৫০
গভীর রাতে বিএনপি নেত্রীর বাসায় হামলা

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের বাসায় হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ মে) রাতে নগরীর কাজীপাড়া এলাকার নিজ বাসায় এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মহানগর বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার তারা আফরোজা খানমের বাসায় ছুটে যান এবং হামলার তীব্র নিন্দা জানান।

আফরোজা খানম বলেন, “রোগী দেখতে আমি বৃহস্পতিবার রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। এ সময় পাশের বাসিন্দারা ফোন করে জানান, ১০-১২ জনের একটি দল আমার বাসায় হামলা চালিয়েছে।” তবে হামলাকারীদের পরিচয় জানা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, “ঘটনার পরপরই থানায় জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে গেছে।”

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “হামলার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। তবে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে