ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫
Sharenews24

আওয়ামী লীগ পন্থীদের জন্য সরকারের কড়া বার্তা

২০২৫ মে ১২ ০৯:৪৫:৩১
আওয়ামী লীগ পন্থীদের জন্য সরকারের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর থেকে দলটির পক্ষে অনলাইন বা অফলাইনে কোনো বক্তব্য, পোস্ট, মন্তব্য—even সমর্থনসূচক কার্যক্রম করলেই গ্রেপ্তারযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে।

পুলিশ সূত্র জানিয়েছে, এখন থেকে ফেসবুক, ইউটিউবসহ যেকোনো ডিজিটাল মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমনকি বিদেশে অবস্থানরত ব্যক্তি যদি কোনো পোস্ট দেন বা মন্তব্য করেন, তার বিরুদ্ধেও মামলা দায়ের করে দেশে ফিরলে গ্রেপ্তার করা হবে।

পুলিশ ও আইনজীবীদের সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে একটি সরকারি আদেশ (GAZETTE) আজই জারি হওয়ার কথা রয়েছে, যা কার্যকর হলে পেনাল কোডের ১৮৮ ধারায় পুলিশ গ্রেপ্তার করতে পারবে। এই ধারায় বলা হয়েছে, সরকারের আদেশ অমান্যকারীদের সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড হতে পারে।

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন,"আগে ফেসবুক বা ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কিছু বললেও, আমরা সরাসরি ব্যবস্থা নিতে পারতাম না। কিন্তু এখন সরকারের স্পষ্ট নির্দেশ রয়েছে কেউ এ ধরনের কার্যক্রমে যুক্ত হলে তাকে গ্রেপ্তার করতে হবে।"

সরকার শুধু অফলাইনে নয়, অনলাইনেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। দলের ৪০ লাখ অনুসারী বিশিষ্ট ফেসবুক পেজ ‘বাংলাদেশ আওয়ামী লীগ’সহ সব অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিতি নিষিদ্ধ করার প্রস্তুতি চলছে।

ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান,"সরকারি পরিপত্র জারি হলে বিটিআরসির মাধ্যমে মেটাসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের পেজ ও ডিজিটাল সম্পদ বন্ধ করার অনুরোধ জানানো হবে।"

আইজিপি বাহারুল আলম বলেন,"পুলিশ আইনের মধ্যেই থেকে কাজ করছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে।"

এর আগে অনেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারে দ্বিধায় ছিলেন, কারণ দলটি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আইনি জটিলতা ছিল। কিন্তু এখন কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সেই দ্বিধা দূর হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন,"নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় সহ্য করা হবে না। এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে—প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিতে।"

সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম বলেন,"সরকার যদি কোনো কার্যক্রম নিষিদ্ধ করে এবং কেউ তা অমান্য করে, তাহলে তাকে পেনাল কোড ১৮৮ ধারায় শাস্তির আওতায় আনা যাবে।"

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে