ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫
Sharenews24

আওয়ামী লীগের নাশকতার ছক ভেস্তে গেল

২০২৫ মে ১২ ০৯:৩৭:০৩
আওয়ামী লীগের নাশকতার ছক ভেস্তে গেল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনায় জড়িত থাকতে পারে—এমন আশঙ্কায় গোটা দেশে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, দলটির যেকোনো নেতাকর্মীকে দেখামাত্রই গ্রেফতার করতে হবে।

গোয়েন্দা সংস্থার বরাতে জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে। এ কারণেই গোটা দেশের পুলিশ ইউনিটগুলোকে সতর্ক করে এই কড়া নির্দেশ পাঠানো হয়েছে। পুলিশের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সদর দপ্তর থেকে ইতোমধ্যে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার এবং জেলার এসপিদের কড়া বার্তা পাঠানো হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “নিষিদ্ধ সংগঠন কোনো অবস্থায় আমাদের এলাকায় কোনো তৎপরতা চালাতে পারবে না। কেউ চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, সাইবার স্পেসেও নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, “অনলাইনে তৎপরতা চালিয়ে কেউ পার পাবে না। আমাদের হাতে একটি তালিকা রয়েছে, যাদের আমরা শনাক্ত করেছি এবং গ্রেফতারও শুরু করেছি।”

তার মতে, সাম্প্রতিক সময়ের ঝটিকা মিছিল ও গোপন বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন—

সাবেক এমপি শামীমা আক্তার খানম (শাহরিয়ার)

সাবেক প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু

সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস ছোবহান ভূঁইয়া হাসান

আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদ

নেত্রী সেলিনা ইসলাম

ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম বলেন, "আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কোনো তৎপরতা মেনে নেওয়া হবে না। তাদের দেখা মাত্রই গ্রেফতার করতে হবে—এমন নির্দেশ স্পষ্টভাবে দেওয়া হয়েছে।"

ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, প্রতিদিনই ফ্যাসিস্ট কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সচেষ্ট।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টাকে কঠোরভাবে দমন করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও আমরা সাইবার প্যাট্রোলিং করছি।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে