ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫
Sharenews24

‘অপারেশন সিসা প্রাচীর’ শুরু

২০২৫ মে ১০ ১২:১১:৫৪
‘অপারেশন সিসা প্রাচীর’ শুরু

নিজস্ব প্রতিবেদক: ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করেছে পাকিস্তান। ‘সিসা প্রাচীর’ নামে পরিচিত এ অভিযানে শুক্রবার রাতে পাকিস্তান একযোগে ভারতের ১১টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

পাকিস্তানি সেনাবাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা জিও নিউজ-কে জানান, পাঠানকোট, উধামপুর, গুজরাট ও রাজস্থানের বিমান ঘাঁটি এবং সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহমোসের একটি গুদামে সফলভাবে হামলা চালানো হয়েছে।

এই অভিযানে পাকিস্তান ব্যবহার করেছে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় ১২০ কিলোমিটার। এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মোতায়েন ভারতের অত্যাধুনিক এস-৪০০ সিস্টেম ধ্বংসের দাবিও করেছে পাকিস্তান, যার জন্য ব্যবহৃত হয়েছে জেএফ-১৭ যুদ্ধবিমান।

পাকিস্তানের দাবি অনুযায়ী,জম্মু-কাশ্মিরের উরিতে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার, রসদ ডিপো ও সরবরাহ লাইন ধ্বংস করা হয়েছে।

নাগরোটা শহরের একটি আর্টিলারি ব্যাটারি ধ্বংস হয়েছে। পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটির এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পাকিস্তানি বাহিনীর মতে, এই হামলায় ভারতের জন্য সবচেয়ে বড় ক্ষতি হলো এস-৪০০ সিস্টেমের ধ্বংস।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে এক ভয়াবহ হামলায় ২৬ জন হিন্দু ধর্মাবলম্বী পর্যটক নিহত হন। ভারত এ ঘটনার জন্য পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করে। এরই প্রেক্ষিতে ভারত শুরু করে ‘অপারেশন সিঁদুর’, যেখানে পাকিস্তানের দাবি অনুযায়ী আজাদ কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনী ৭০ জন পাকিস্তানি সন্ত্রাসী হত্যা করে।

এর মাত্র তিন দিনের মাথায় পাকিস্তান শুরু করে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’— যার অর্থ ‘সিসা প্রাচীর’, যা প্রতিরোধ ও পাল্টা প্রতিক্রিয়ার প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এই হামলায় ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পাকিস্তান দাবি করছে, ভারতীয় সামরিক স্থাপনাগুলোর ওপর এই পাল্টা আঘাত “ব্যাপক ক্ষয়ক্ষতির” কারণ হয়ে দাঁড়িয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে