ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫
Sharenews24

আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

২০২৫ মে ০৫ ১৮:৩৪:১৯
আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক: লেনদেনে ফের খানিকটা গতি দেখা গেল শেয়ারবাজারে। আজ (সোমবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৫৮৪ কোটি টাকা, যা প্রায় আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ।

সোমবার ৮ পয়েন্ট যোগ হয়ে প্রধান সূচক দাঁড়িয়েছে ৪,৯৬৪। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৩৩ লাখ টাকা; সূচক ছিল ৪,৯৫৬ পয়েন্ট।

ডিএসইতে এর আগে ৫৮৪ কোটির বেশি লেনদেন হয়েছিল ২৫ ফেব্রুয়ারি। সেদিন লেনদেনের পরিমাণ ছিল ৬০৭ কোটি টাকা এবং সূচক ছিল ৫,২৬৭ পয়েন্ট।

গত মার্চের শুরু থেকে নেতিবাচক প্রবণতায় চলছে শেয়ারবাজার। লেনদেনের পরিমাণ প্রথমে ৫০০ কোটি টাকার নিচে নামে, এরপর তা কমে বেশিরভাগ সময় চারশ কোটি টাকার ঘরে ছিল। গত ১০ এপ্রিলের পর তা আরও কমে তিনশ কোটি টাকার ঘরে চলে যায়।

সবশেষ গত ২৯ এপ্রিল লেনদেন হয় মাত্র ২৯১ কোটি টাকা, যা গত পাঁচ মাসের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন লেনদেন ছিল।

ডিএসইর লেনদেনে সোমবার মিউচুয়াল ফান্ড ও বস্ত্র খাতের বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি মুনাফায় ছিলেন।

লেনদেনের তথ্য ঘেঁটে দেখা যায়, এদিন লেনদেনে আসা ৪০০টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৬৯টির এবং আগের দরে লেনদেন হয়েছে ৫৮টির।

সর্বোচ্চ ১৮ শতাংশ লেনদেন হয়েছে ব্যাংক খাতে — টাকার অঙ্কে যা ৭৪ কোটি ৫০ লাখ। দ্বিতীয় অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৮০ লাখ টাকা। প্রায় ৪০ কোটি টাকার মতো লেনদেন করে জ্বালানি ও বিদ্যুৎ খাত তৃতীয় অবস্থানে ছিল।

এদিন সবচেয়ে বেশি দর বেড়েছে যথাক্রমে:

বসুন্ধরা পেপার মিল

বারাকা পাওয়ার

এসইএমএল পিবিএসএল গ্রোথ ফান্ড

অন্যদিকে সবচেয়ে বেশি দর হারায়:

খুলনা পাওয়ার কোম্পানি

রেনউইক যজ্ঞেশ্বরস

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন

মুয়াজ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে