ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

এবার ট্রাম্পের কাছে সাহায্য চান এক বাংলাদেশি

২০২৫ মে ০১ ১৭:৫৮:২৪
এবার ট্রাম্পের কাছে সাহায্য চান এক বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সাহায্য চেয়েছেন ‘হিটলার’ নামধারী এক বাংলাদেশি নাগরিক। তার দাবি, ট্রাম্পের দেওয়া সাহায্যে তিনি দেশের উন্নয়ন করবেন, আর সেই সহায়তা তিনি একা ভোগ করবেন না—সবার মধ্যে ভাগ করে দেবেন।

শুনতে অবাক লাগলেও এটি কোনো ইতিহাস বিখ্যাত জার্মান নেতা অ্যাডলফ হিটলারের কথা নয়। এই হিটলার একজন বাংলাদেশি, নাম মো. হযরত আলী হিটলার। পেশায় রিকশাচালক, বাড়ি নরসিংদী সদরের হোসেনপুর এলাকায়। বর্তমানে তিনি রাজধানীর যাত্রাবাড়ীতে একটি মেসে থাকেন।

বৃহস্পতিবার (১ মে), মে দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব ও নয়া পল্টন এলাকায় নানা অনুষ্ঠান-সমাবেশে হাজারো মানুষের ভিড়। বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের দাবি ও অধিকার নিয়ে বক্তব্য রাখছে। এরই মাঝে দুপুর সাড়ে ১২টার দিকে প্রেস ক্লাবের পাশে সড়ক বিভাজকে দাঁড়িয়ে থাকা এক ব্যতিক্রমী মানুষ সবার নজর কাড়েন।

বয়স ষাটের কোঠায়, হাতে ক্র্যাচ, পরনে পোলো টি-শার্ট, লাল-সবুজের কটি, বাদামি প্যান্ট, গলায় ঝোলানো দুটি লেমিনেটেড প্ল্যাকার্ড। একটিতে লেখা:

‘বাংলাদেশ পুলিশ স্যার, সংবিধান চাই—হিটলার’,

অন্যটিতে:

‘মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমাকে সাহায্য করুক’।

উভয় প্ল্যাকার্ডে একটি মোবাইল নম্বরও দেওয়া।

ঢাকা পোস্টের প্রতিবেদক তার সঙ্গে কথা বললে তিনি জানান, তার নাম হিটলার এবং তিনি ট্রাম্পের কাছে অর্থ সহায়তা চান। বললেন, “আমার টাকা লাগবে। উনি টাকা দিলে দেশের জন্য কাজ করব। উন্নয়ন করব। আমি শুধু একা টাকা নেব না, সবাইকে দেব।”

সংবিধান সংক্রান্ত প্ল্যাকার্ড সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের এমন একটা সংবিধান দরকার, যেখানে সবার কথা থাকবে। পুলিশ স্যাররা সেই সংবিধান তৈরিতে সাহায্য করুক।”

মে দিবস সম্পর্কে জানেন বলেও জানান হিটলার। তার ভাষায়, “আজকের দিনটা তো শ্রমিকদের জন্য। এই একটা দিন ঠিক করছি, কাজ করব না। সারা জীবন তো শুধু কাজই করলাম। কিন্তু কী পেলাম!”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে