ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
Sharenews24

ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি নেতা

২০২৫ মে ০১ ১৮:৫৮:২৬
ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দ্রুত নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১ মে) এক বিবৃতিতে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “এই ইসি কার ইসি, কী চায়—তা এখন বড় প্রশ্ন। বর্তমান নির্বাচন কমিশনের বক্তব্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে মিলে যাচ্ছে। এর অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”

তিনি মনে করেন, একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ইসি গঠন এখন সময়ের দাবি। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই এমন একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে, যেখানে সব দলের আস্থা থাকবে এবং একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে

মে দিবস উপলক্ষে সারোয়ার তুষার শ্রমজীবী মানুষের উদ্দেশে বলেন, “শ্রমিক বলে নিজেকে শুধু একটি পরিচয়ে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। আগামীর রাষ্ট্র সংস্কারে আপনাদের মতামত গুরুত্বপূর্ণ। আপনাদের কণ্ঠস্বর রাজনীতিরও অংশ হতে হবে।”

তিনি আরও বলেন, “শ্রমিকদের কেবল মে দিবসের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখা যাবে না। এখন সময় এসেছে তাদের রাজনৈতিক অধিকার, মতপ্রকাশ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করার।”

এসময় এনসিপির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী গণমাধ্যমকর্মীদের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, “গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, হয়রানি ও বঞ্চনা বন্ধ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে, এই বিষয়গুলোতে দ্রুত হস্তক্ষেপ করুন। ভবিষ্যতে তাদের লড়াইয়ে এনসিপি পাশে থাকবে।”

তিনি শ্রমিকদের প্রতি আহ্বান জানান “আপনারাও প্রস্তুত হোন। সামনে আরও কঠিন লড়াই আসছে।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে