ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
Sharenews24

আ. লীগ এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার

২০২৫ মে ০১ ২২:৪০:৫৪
আ. লীগ এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার

নিজস্ব প্রতিবেদক: পতিত আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী-এমপি এবং উচ্চপদস্থ আমলাদের জন্য কেরানীগঞ্জে একটি বিশেষ কারাগার চালুর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

জুলাই-আগস্টের গণহত্যার মামলায় গ্রেফতার হওয়া আনিসুল হক, শাহজাহান খান, সালমান এফ রহমানসহ প্রায় ৩০০ জন সাবেক নেতা এবং সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ডিভিশনপ্রাপ্তদের এই কারাগারে স্থানান্তর করা হবে।

নতুন করে চালু হতে যাওয়া এই কারাগারটি আগামী ১৫ থেকে ২০ মে’র মধ্যে উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

তিনি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বর্তমানে এসব নেতাকর্মী দেশের ৬৮টি কারাগারে বন্দি আছেন। তাদের মধ্যে ডিভিশনপ্রাপ্তদের জন্যই একটি নিরাপদ ও বিশেষ পরিবেশে কারাবাসের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২০২০ সালে উদ্বোধন হওয়া কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগারটি দীর্ঘদিন জনবল সংকটে পড়ে ব্যবহৃত হচ্ছিল না। সেটিকেই সংস্কার করে পুরুষ বন্দিদের জন্য উপযোগী করে গড়ে তোলা হচ্ছে নতুন এই বিশেষ কারাগার।

কারা অধিদপ্তর সূত্র জানায়, ইতোমধ্যে কারাগারটিতে জেলার ও জেল সুপারসহ প্রয়োজনীয় প্রশাসনিক কাঠামো গঠন করা হয়েছে। বন্দিরা কারা বিধি অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলেও নিশ্চিত করা হয়েছে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে