ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

হজে কড়াকড়ি: বাংলাদেশিদের সতর্ক করল সরকার

২০২৫ মে ০২ ১৬:১৪:২৫
হজে কড়াকড়ি: বাংলাদেশিদের সতর্ক করল সরকার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার পবিত্র হজ পালনে ইচ্ছুক সকল বাংলাদেশিদের জন্য একটি সতর্কবার্তা প্রদান করেছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় আজ এক সরকারি বিবৃতিতে জানিয়েছে, চলতি হজ মৌসুমে হজযাত্রীদের শুধুমাত্র সরকারি অনুমতি (হজ পারমিট) ছাড়া পবিত্র হজ পালনের চেষ্টা না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, যারা সৌদি আরবে ভিজিট ভিসায় অবস্থান করছেন, তাদের হজ পালনের জন্য সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে যাওয়ার অনুমতি নেই। এছাড়া, যারা এই বিধিমালা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি আরবের নতুন বিধিমালা অনুযায়ী, হজ পারমিট ছাড়া পবিত্র মক্কা নগরী বা আশপাশের কোনো পবিত্র স্থানে প্রবেশ বা অবস্থান করা যাবে না। যারা এই নিয়ম ভাঙবেন, তাদের বিরুদ্ধে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা আরোপ করা হবে। আর যদি কেউ হজ পালনে সহায়তা করেন, তাহলে তার বিরুদ্ধে ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এমনকি, সহায়তাকারীর যানবাহনও বাজেয়াপ্ত করা হবে।

সৌদি সরকারের এই কঠোর বিধিনিষেধে দেশের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন মন্তব্য করেছেন, এই ব্যবস্থা সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন সৌদি আরবে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরত আছেন এবং সৌদি আরব থেকে সর্বোচ্চ রেমিট্যান্স আসছে।

তাই, সরকারের উদ্দেশ্য হল, হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুশৃঙ্খল রাখা এবং বাংলাদেশের সৌদি আরবের সঙ্গে সম্পর্কের উন্নতি বজায় রাখা। তিনি সবাইকে আহ্বান জানান, সৌদি সরকারের বিধিনিষেধ অনুসরণ করে পবিত্র হজ পালনে অংশ নেয়ার জন্য।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে