ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

লোকসান কাটিয়ে মুনাফায় বিদ্যুৎ খাতের দুই কোম্পানি

২০২৫ মে ০২ ১৪:৫০:১৩
লোকসান কাটিয়ে মুনাফায় বিদ্যুৎ খাতের দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে এ পর্যন্ত যতগুলো কোম্পানি ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, তারমধ্যে দেখা যায় দুটি কোম্পানি লোকসান থেকে মুনাফায় ফিরেছে। কোম্পানিগুলো হলো- খুলনা পাওয়ার কোম্পানি ও ডরিন পাওয়ার। ডিএসই ও সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

খুলনা পাওয়ার কোম্পানি

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) খুলনা পাওয়ার কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১০ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোসকান ছিল ০৬ পয়সা।

সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এর আগের দুই বছর ২০২২ ও ২০২৩ সালে ১০ শতাংশ করে ক্যাশ, ২০২১ সালে সাড়ে ১২ শতাংশ ক্যাশ এবং ২০২০ সালে ৩৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

ডরিন পাওয়ার

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) ডরিন পাওয়ারের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬০ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ০৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ২৩ পয়সা।

সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এর আগে ২০২৩ সালে ১১ শতাংশ ক্যাশ, ২০২২ সালে ১৮ শতাংশ ক্যাশ ও ১২ শতাংশ বোনাস এবং ২০২১ সালে ১৩ শতাংশ ক্যাশ ও ১২ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে