ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

চাকরি হারানো তিন সাংবাদিককে বিশেষ বার্তা দিলেন ব্যারিস্টার ফুয়াদ

২০২৫ মে ০২ ১৭:০০:৩৮
চাকরি হারানো তিন সাংবাদিককে বিশেষ বার্তা দিলেন ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক: দেশের সাংবাদিক ও গণমাধ্যমগুলোর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, দেশের অধিকাংশ সাংবাদিক ‘ফেয়ার জার্নালিজমে’ ব্যর্থ হয়েছেন এবং একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেসব প্রশ্ন করা জরুরি ছিল, তা তারা করেননি।

তিনি বলেন, “এই সাংবাদিকরা শেখ হাসিনার শাসনামলে গুম-খুন, গণহত্যা, ভোট ডাকাতি বা আর্থিক লুটপাটের মতো গুরুতর বিষয় নিয়ে কখনো কি প্রশ্ন তুলেছেন? বরং তারা সিন্ডিকেটেড প্রশ্ন করছে। চারজন সাংবাদিক—তার মধ্যে একজন নারী—যেভাবে প্রশ্ন করেছেন, তা সাংবাদিকতার মানদণ্ডে পড়ে না।”

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, “প্রেস কাউন্সিলসহ আমাদের কিছু কাঠামো আছে, সেগুলোকে কার্যকর করতে হবে। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে প্রশ্ন করতে পারেন এবং করতেও পারেন চরম কঠিন প্রশ্ন—সেটা আমরা চাই। কিন্তু সেই প্রশ্ন হতে হবে গণতন্ত্র রক্ষার প্রশ্ন, রাষ্ট্রীয় লুটপাটের প্রশ্ন, জনগণের ভোটাধিকারহীনতার প্রশ্ন।”

তিনি অভিযোগ করেন, বাংলাদেশের গণমাধ্যমগুলো অনেক বড় বড় ঘটনার সময় নিরব থেকেছে। “২৩৪ বিলিয়ন ডলারের লুটপাট হয়েছে, অথচ গণমাধ্যমে তা নিয়ে কোনো জিজ্ঞাসা নেই,” বলেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যে স্পষ্ট, তিন সাংবাদিককে চাকরিচ্যুত করার ঘটনার প্রেক্ষাপটে তিনি এটিকে মিডিয়ার পক্ষে সত্যিকারের সাংবাদিকতা না করার একটি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেন, “তরুণরা ভোট দিতে পারছে না, কিন্তু সাংবাদিকরা সে প্রশ্ন তোলে না। তাহলে তারা আসলে সাংবাদিকতা করছে নাকি অন্য কিছু করছে, সেটা ভাবার সময় এসেছে।”

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে রাজনীতি এখন বিরক্তিকর হয়ে উঠেছে। এটা শহীদদের প্রতি সম্মান নয়। বরং যারা দেশবিরোধী অপকর্ম করছে, তাদের জবাবদিহির জায়গায় নিয়ে আসতে হবে।”

এই বক্তব্যের মধ্য দিয়ে ব্যারিস্টার ফুয়াদ দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের দায়িত্বশীলতার প্রশ্নে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে