ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

নৃশংসভাবে খুন হলেন টিকটকার আয়াত

২০২৫ মে ০২ ১৫:৪৮:০৫
নৃশংসভাবে খুন হলেন টিকটকার আয়াত

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে পারিবারিক কলহের জেরে নির্মমভাবে খুন হলেন টিকটক তারকা আয়াত মরিয়ম। স্বামী সাদ তাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। লাহোরের নবাব টাউন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

গত ৩০ এপ্রিল ডেইলি পাকিস্তান প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, কয়েকদিন ধরেই আয়াতের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল। সেই বিরোধই শেষ পর্যন্ত রূপ নেয় হত্যাকাণ্ডে। আয়াত মরিয়ম ছিলেন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় একজন কনটেন্ট ক্রিয়েটর, যিনি লাইফস্টাইল এবং ডাবিং ভিডিও তৈরি করে লাখো ভক্তের মন জয় করেছিলেন।

হত্যাকাণ্ডের পর স্থানীয় সম্প্রদায় ও আয়াতের ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই সামাজিক মাধ্যমে তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন এবং ন্যায়বিচারের দাবি তুলেছেন।

ঘটনার পরপরই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। নবাব টাউন থানার দায়িত্বপ্রাপ্ত এসপি ড. গায়ুর আহমেদ খানের নেতৃত্বে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। আধুনিক প্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন স্বামী সাদকে গ্রেপ্তার করা হয়।

এসপি গায়ুর আহমেদ জানিয়েছেন, আয়াতের হত্যাকাণ্ডে একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত সাদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদ শেষে হত্যার প্রকৃত কারণ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

আয়াত মরিয়মের মৃত্যু শুধুই একটি পারিবারিক কলহের পরিণতি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো মোটিভ—তা খতিয়ে দেখছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় আয়াতের সরব উপস্থিতি, জনপ্রিয়তা এবং তার কর্মকাণ্ডও তদন্তের আওতায় আনা হয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে