ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫
Sharenews24

এনসিপির সমাবেশ নিয়ে নাহিদের বার্তা

২০২৫ মে ০২ ১০:৩৭:৪৮
এনসিপির সমাবেশ নিয়ে নাহিদের বার্তা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের দলগত বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১ মে) রাতে ফেসবুক লাইভে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দেশের ছাত্রসমাজ, জনগণ এবং সচেতন নাগরিকদের এই সমাবেশে যোগ দেওয়ার অনুরোধ জানান।

নাহিদ বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে মুজিববাদী ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগকে উৎখাত করা হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে, এতদিন পেরিয়ে গেলেও তাদের দলীয় ব্যানারে এখনও মিছিল করার সাহস দেখা যায়। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা তাদের বিচার করার কোনো দৃশ্যমান পদক্ষেপ এখনো দেখা যাচ্ছে না। আমরা স্পষ্টভাবে বলেছি, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকার নৈতিক অধিকার হারিয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

তিনি আরও বলেন, “গত দেড় দশকে আওয়ামী লীগ একাধিক গণহত্যা, নিপীড়ন এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলা, মোদিবিরোধী আন্দোলনে সহিংসতা এবং সর্বশেষ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে তারা সরাসরি জড়িত। সেইসঙ্গে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গুম, খুন ও ক্রসফায়ারের ঘটনাও ঘটেছে। এই অন্যায়ের বিচার ও আওয়ামী লীগের দলীয় বিচারের দাবিতেই গণ-অভ্যুত্থান হয়েছিল।”

নাহিদ জানান, শুক্রবার বাদ জুমা বায়তুল মোকররম মসজিদের দক্ষিণ গেট থেকে এনসিপির বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি দেশবাসীকে দলে দলে এতে যোগ দেওয়ার আহ্বান জানান।

শেষে তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়া, যেখানে ফ্যাসিবাদের আর কোনো ঠাঁই থাকবে না। আমরা আমাদের শহিদদের প্রতি দায়বদ্ধ, এবং তাদের আত্মত্যাগ যেন নিষ্ফল না যায়, সেটি নিশ্চিত করতে হবে।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে