ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

চিন্ময়ের জামিনে সরকারকে সাবধান করলেন হাসনাত

২০২৫ মে ০১ ১৮:৫৩:২৬
চিন্ময়ের জামিনে সরকারকে সাবধান করলেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ চিন্ময়ের জামিন প্রসঙ্গে সরকারের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

বৃহস্পতিবার (১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা যাবে না। এ ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের অভ্যন্তরে অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।”

তিনি প্রশ্ন তোলেন, “চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে নতি স্বীকার করেই দেওয়া হলো?”

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে এনসিপি নেতা আরও বলেন, “ইন্টেরিম সাবধান! আলিফের রক্তের ওপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে এর পরিণতি ভালো হবে না।”

এই পোস্টের মাধ্যমে তিনি চিন্ময়ের জামিনের পেছনে ‘বিদেশি প্রভাব’ থাকার আশঙ্কা প্রকাশ করেন এবং সরকারের সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে