ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় শিক্ষক-অভিনেতা-সাংবাদিকসহ যারা আসামি

২০২৫ মে ০২ ১৬:৫৮:৩৯
শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় শিক্ষক-অভিনেতা-সাংবাদিকসহ যারা আসামি

নিজস্বপ্রতিবেদক: পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে ২০১ জনকে আসামি করে মামলা হয়েছে।

আসামিদের তালিকায় রয়েছেন অভিনেতা, সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, শিক্ষক এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা।

ঢাকার সিএমএম আদালতে গত ২০ মার্চ ছাত্রদলের সাবেক সহসভাপতি এম এ হাশেম রাজু মামলাটি দায়ের করেন। আদালত শাহবাগ থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

চলতি বছরের ২০ মার্চ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এম এ হাশেম রাজু ঢাকার সিএমএম আদালতে এ মামলার আবেদন করেন।

মামলায় যেসব সাংবাদিক রয়েছেন, তারা হলেন- সমকালের সাবেক সম্পাদক আলমগীর হোসেন, কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির সাবেক প্রধান মোজাম্মেল হক, সাংবাদিক সভাপতি ফরিদা ইয়াসমিন, সাংবাদিক মুন্নি সাহা, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, সাংবাদিক সাংবাদিক মিথিলা ফারজানা, মাসুদা ভাট্টি ও ফারজানা রুপা সহ অনেকে।

মামলায় আসামি করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আক্তারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন অর রশীদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববদ্যিালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম ওয়াহিদুজ্জামান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও নগরবিদ নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামন অধ্যাপক মেসবাহ কামাল, অধ্যাপক জাফর মো. শফিউল আলম, অধ্যাপক মেসবাহ কামাল, অধ্যাপক আবু জাফর মো. শফিউল আলম, অধ্যাপক মিহির লাল সাহা এবং অধ্যাপক ও লেখক জাফর ইকবালক প্রমূখ।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ৪ আগস্ট বিএনপির নেতৃত্বে শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে মিছিল পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালায়। এতে মাদ্রাসা ছাত্র সাইফুদ্দিন চোখে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সে সময় কোনো মামলা হয়নি বলে পুলিশ আদালতে জানিয়েছে।

এছাড়া অভিযোগে আরও বলা হয়েছে, কিছু অভিনেতা ও সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী আন্দোলন দমন করতে উসকানিমূলক বক্তব্য ছড়িয়েছেন। মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

আদালত এ বিষয়ে জখম-সংক্রান্ত প্রতিবেদনসহ বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

মিরাজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে