ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

যে কারণে ব্যাংক কর্মকর্তা কারাগারে

২০২৫ মে ০২ ১৫:৪৫:২৭
যে কারণে ব্যাংক কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাতের অভিযোগে আফসানা শাহিন মুন্নী (৩৬) নামের সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের এক সাবেক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে খুলনা সদর থানা পুলিশ।

গ্রেপ্তারের পর শুক্রবার খুলনার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার মো. সানোয়ার হোসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

আফসানা শাহিন মুন্নী এসবিএসি ব্যাংকের খুলনা শাখার সাবেক সিনিয়র অফিসার। তার বিরুদ্ধে অভিযোগ, মালয়েশিয়াপ্রবাসী আল হাদিস বাট্রি নামের এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে ৭ লাখ টাকা তুলে আত্মসাৎ করেছেন তিনি।

মামলার এজাহারে বলা হয়েছে, মালয়েশিয়া প্রবাসী আল হাদিস বাট্রি ২০২৩ সালের ১৩ নভেম্বর অনলাইনের মাধ্যমে এসবিএসি ব্যাংকের খুলনা শাখায় নিজের নামে একটি অ্যাকাউন্ট খোলেন। এরপর বিভিন্ন সময়ে ওই অ্যাকাউন্টে ১০ লাখ ২ হাজার টাকা জমা করেন তিনি।

২০২৫ সালের ১৮ মার্চ দেশে ফিরে ব্যাংকে গিয়ে টাকা উত্তোলনের চেষ্টা করলে দেখা যায়, অ্যাকাউন্টে মাত্র ৩ লাখ ২ হাজার টাকা আছে। বাকি ৭ লাখ টাকা অনুপস্থিত।

স্টেটমেন্ট বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি আরটিজিএস (RTGS) এর মাধ্যমে ওই টাকা ব্র্যাক ব্যাংকের একটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। অথচ সে সময় গ্রাহক বিদেশে অবস্থান করছিলেন এবং তার উপস্থিতি ছাড়াই এই ট্রান্সফার সম্পন্ন করা হয়, যা নিয়মবহির্ভূত।

বাদীর অভিযোগ, ব্যাংকের কর্মকর্তা আফসানা শাহিন মুন্নী ও অন্য আসামিরা মিলে ভুয়া ব্যক্তি সাজিয়ে, কাগজপত্র জালিয়াতির মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করেন।

ব্যাংকের ম্যানেজার হাফিজ আহমেদ বলেন, ‘আমি নতুন যোগদান করেছি, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিচ্ছি।’

ওসি সানোয়ার হোসাইন বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোল্লা জুয়েল রানার নেতৃত্বে একটি দল ঢাকার মুগদা থেকে মুন্নীকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।’

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে