ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

খাবার চুরি, বিয়ে না করেই ফিরছিলেন বর

২০২৫ মে ০২ ১১:১৩:১১
খাবার চুরি, বিয়ে না করেই ফিরছিলেন বর

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দেবিদ্বারে বিয়ের অনুষ্ঠানে বরপক্ষের ৩০ জন অতিথির জন্য খাবার না পেয়ে বিয়ে ভাঙার উপক্রম হয়। একপর্যায়ে বর নিজেই বিয়ে না করেই ফিরে যেতে চান। পরে চুরি হওয়া খাবার একটি কক্ষে উদ্ধার হলে ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং বিয়ে সম্পন্ন হয়।

বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার পৌর এলাকার মেজবান কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। জানা গেছে, প্রবাসী শাহ জালাল ও জান্নাতের বিয়েতে বরপক্ষের প্রায় ১২০ জন অতিথি উপস্থিত ছিলেন। তবে শেষ দিকে ৩০ জন অতিথির খাবার না পেয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তদন্ত করতে গিয়ে কনে পক্ষের লোকজন কমিউনিটি সেন্টারের একটি পরিত্যক্ত কক্ষে লুকিয়ে রাখা খাবার ও খেজুর খুঁজে পান। জানা যায়, খাবার লুকিয়ে রেখেছিল সেন্টারের এক কর্মচারী।

বিয়েতে উপস্থিত বরযাত্রীর সদস্য নাঈম বিন মুসা ও বরের ভাই কামরুল ইসলাম জানান, খাবার না পেয়ে বরপক্ষ ক্ষুব্ধ হয়ে পড়েছিল। পরে খাবার উদ্ধার হলে পরিস্থিতি শান্ত হয়।

কনের বাবা শের আলী অভিযোগ করেন, “আমরা ২০০ জনের খাবার অর্ডার করেছিলাম, কিন্তু তারা ১৭০ জনের খাবার দেয় এবং বাকি খাবার চুরি করে আমাদের সম্মানহানি করেছে।”

কমিউনিটি সেন্টারের মালিক মির্জা তাজুল ইসলাম বলেন, “ঘটনায় জড়িতদের সেন্টার থেকে বহিষ্কার করা হয়েছে। তবে আমাদের সেন্টারে কোনো পরিত্যক্ত কক্ষ নেই। এ কাজটি হয়তো কর্মচারীরা করেছে।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে