ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

কলিজা ছিঁড়ে ফেলবো: বিএনপি নেতা

২০২৫ এপ্রিল ৩০ ১৬:০১:৪৩
কলিজা ছিঁড়ে ফেলবো: বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানের একটি হুমকিমূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩৮ সেকেন্ডের ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, “একেবারে নিশ্চিহ্ন করে দেবো—চেনো বিএনপিকে।”

ঘটনাটি রাজারহাট উপজেলার জামায়াতপন্থী সংগঠনের নেতা রুবেল মিয়াকে লক্ষ্য করে বলা হয়। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজারহাট শাখার বায়তুল মাল সম্পাদক এবং রাজারহাট স্কুল অ্যান্ড কলেজের আইসিটি সহকারী শিক্ষক।

রুবেল মিয়ার অভিযোগ, চান্দামারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিতর্ক শুরু হয়। বিএনপি নেতা আনিছুর রহমান কয়েকজনের নাম প্রস্তাব করলে তিনি জামায়াতের এক নেতার নাম তুলে ধরেন। এরপর বিকেলে রাজারহাট বাজারে তাকে থানা মোড়ে আটকে একটি ফার্মেসিতে নিয়ে গিয়ে চড়-থাপ্পড় ও গালিগালাজ করা হয়।

তবে আনিছুর রহমান বলেন, “রুবেল মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ায়। পরে সে ভুল স্বীকার করে ক্ষমা চায়। এরপর ছাত্রদল ও যুবদলের কর্মীদের সঙ্গে চা-নাস্তা করে ফিরে যায়। পুরো ভিডিও না দিয়ে তার কথা কাটছাঁট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, তবে রুবেল মিয়া বিষয়টি তার দলের উর্ধ্বতন নেতাদের জানিয়েছেন। তিনি নিরাপত্তার কারণে মামলা করেননি বলে জানান।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে