ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে মতিঝিলে বিনিয়োগকারীদের বিক্ষোভ

২০২৫ এপ্রিল ৩০ ১৫:৪৭:৩৯
রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে মতিঝিলে বিনিয়োগকারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ধারাবাহিক পতন ও বিনিয়োগ ক্ষতির প্রতিবাদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি তারা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর চেয়ারম্যান ড. আবু আহমেদেরও পদত্যাগ দাবি করেছেন।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশন-এর ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজধানীর মতিঝিলে আইসিবি ভবনের সামনে সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ বিনিয়োগকারীরা এতে অংশ নেন।

বিক্ষোভকারীরা দাবি করেন, বর্তমান বিএসইসি চেয়ারম্যান বাজার সম্পর্কে পর্যাপ্ত ধারণা না রেখেই দায়িত্ব পালন করছেন, যার ফলে বাজারে আস্থা ও স্থিতিশীলতা চরমভাবে নষ্ট হয়েছে। একাধিক বিনিয়োগকারী বলেন, “রাশেদ মাকসুদের পদত্যাগই এখন বাজার ঘুরে দাঁড়ানোর প্রথম শর্ত।”

তারা আরও বলেন, “যেখানে সামান্য বিতর্কে মাশরুর রিয়াজ চেয়ারম্যানের দায়িত্ব নিতে পিছিয়েছেন, সেখানে সর্বস্তরের বিনিয়োগকারী, বিশ্লেষক ও বিএসইসি কর্মকর্তাদের সমালোচনার পরও মাকসুদ এখনও পদ আঁকড়ে আছেন। এটি শুধু তার অযোগ্যতাই নয়, দায়িত্বশীলতার অভাবও প্রমাণ করে।”

আইসিবি চেয়ারম্যান আবু আহমেদের বিরুদ্ধেও অব্যবস্থাপনার অভিযোগ এনে তাঁর অপসারণ দাবি করেন বিনিয়োগকারীরা।

বিক্ষোভকারীরা পুঁজিবাজার রক্ষায় সরকারের হস্তক্ষেপ এবং নেতৃত্বের দ্রুত পরিবর্তনের আহ্বান জানান। তাদের মতে, বাজারের প্রতি আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছ ও দক্ষ নেতৃত্ব শেয়ারবাজারে এখন সময়ের দাবি।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে