ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
Sharenews24

শেষমেশ দর্শক পেটাতে গ্যালারিতে মাহমুদউল্লাহ রিয়াদ

২০২৫ এপ্রিল ২৯ ১৭:৩৩:৪৬
শেষমেশ দর্শক পেটাতে গ্যালারিতে মাহমুদউল্লাহ রিয়াদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অলিখিত ফাইনালে আবাহনীর কাছে হারের পর মেজাজ হারিয়ে ফেললেন মোহামেডানের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে গ্যালারি থেকে মন্তব্য শুনে দর্শকের দিকে তেড়ে যান তিনি। পরে মোহামেডানের কর্মকর্তারা পরিস্থিতি সামাল দিয়ে মাহমুদউল্লাহকে গ্যালারি থেকে সরিয়ে আনেন।

দেড় দশকের বেশি সময় ধরে ডিপিএল শিরোপা অধরাই রয়েছে মোহামেডানের। এবার খুব কাছে গিয়েও আবারও হতাশা ঘিরে ধরে দলটিকে। ফাইনালসদৃশ ম্যাচে মাহমুদউল্লাহ ও আরিফুলের ফিফটিতে ৭ উইকেটে ২৪০ রান করে মোহামেডান। তবে আবাহনীর ব্যাটারদের জবাবে তা যথেষ্ট হয়নি।

ম্যাচ শেষে মাহমুদউল্লাহ ড্রেসিংরুমে ফেরার পথে গ্যালারি থেকে তার উদ্দেশে কিছু বলা হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি ঘিরে বিতর্ক ছড়িয়েছে ক্রীড়ামহলে।

এদিকে, আবাহনী দলের জয়ের নায়ক ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, যিনি ৬৫ বলে অপরাজিত ৭৮ রান করে দলকে টানা তৃতীয় শিরোপা এনে দেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে