ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
Sharenews24

যে কারণে ২৭ তলা বাড়ির ঠিক উপরে থাকেন আম্বানীরা

২০২৫ এপ্রিল ২৯ ১১:৩৮:৩৭
যে কারণে ২৭ তলা বাড়ির ঠিক উপরে থাকেন আম্বানীরা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানীর বিলাসবহুল বাসভবন ‘অ্যান্টিলিয়া’ শুধু ভারতে নয়, গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। লন্ডনের বাকিংহাম প্যালেসের পর এটি বিশ্বের দ্বিতীয় দামি বাড়ি হিসেবে পরিচিত। ২৭ তলা এই অট্টালিকায় রেস্তোরাঁ, সুইমিং পুল, জিম, থিয়েটার, শপিং মল থেকে শুরু করে খেলার মাঠ পর্যন্ত সবকিছুই রয়েছে।

তবে অনেকের মনে প্রশ্ন এই বিশাল বাড়ির সবচেয়ে ওপরে কেন থাকেন আম্বানী পরিবার? তাদের তো যেকোনো ফ্লোরে থাকার সুযোগ রয়েছে। এর পেছনে রয়েছে একটি যুক্তিসংগত ও ব্যতিক্রমী কারণ, যা সম্প্রতি প্রকাশ করেছেন মুকেশ আম্বানীর স্ত্রী নীতা আম্বানি।

এক সাক্ষাৎকারে নীতা জানান, মুম্বাই শহরের অতিরিক্ত দূষণ ও কোলাহল থেকে মুক্ত থাকার লক্ষ্যেই তারা ২৭ তলায় বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন। উঁচু ফ্লোরে থাকার ফলে শুধু দূষণ ও শব্দ কম থাকে না, সেই সঙ্গে প্রকৃতির কাছাকাছি থাকার অনুভূতিও পাওয়া যায়।

তিনি আরও বলেন, "আমি চাই আমার ঘরে প্রচুর আলো-বাতাস ঢুকুক। প্রকৃতির সঙ্গে যেন এক ধরনের সংযোগ তৈরি হয়। বাড়ির যে কোন দিকেই তাকালে যেন নীল আকাশ দেখা যায়, আর সমুদ্রতটে ঢেউ আছড়ে পড়ার দৃশ্য যেন সহজেই ধরা দেয় চোখে।"

প্রায় ৬০০ জন কর্মচারী দিনরাত এই বিলাসবহুল বাড়ির দেখভালে নিয়োজিত আছেন। তাদের অনেকেই ‘অ্যান্টিলিয়া’ ভবনের নিচতলাগুলিতে বসবাস করেন।

নীতা আম্বানীর এই চিন্তাধারা প্রমাণ করে, বিলাসিতার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ, মানসিক প্রশান্তি ও স্বাস্থ্যবিধিক দিকগুলোও তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।

মুয়াজ/

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে