ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
Sharenews24

নির্বাচনে জিতে ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কার্নি

২০২৫ এপ্রিল ২৯ ১২:৩১:৫০
নির্বাচনে জিতে ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন কার্নি

নিজস্ব প্রতিবেদক: কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে একহাত নিলেন মার্ক কার্নি। লিবারেল পার্টির বিজয় উদযাপনের মাঝেই এক বিস্ফোরক বক্তব্যে তিনি বলেন, “ট্রাম্প আমাদের ভেঙে ফেলার চেষ্টা করছেন যেন যুক্তরাষ্ট্র আমাদের দখলে নিতে পারে। কিন্তু এটি কখনোই হবে না।”

জয়ের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে কার্নির কণ্ঠে ছিল ক্ষোভ, আত্মবিশ্বাস ও দৃঢ়তা। তিনি বলেন “আমি অনেকদিন ধরেই বলেছি, যুক্তরাষ্ট্র আমাদের ভূমি, সম্পদ এবং সার্বভৌমত্ব দখল করতে চায়। আমাদের একীকরণ আর সম্ভব নয়। এখন সময় একে অপরের যত্ন নেওয়ার।”

তিনি আরও জানান, সামনে কঠিন সময় আসছে, কিন্তু তিনি কানাডার জনগণের ওপর আস্থা রাখেন।

বিবিসি ও সিবিসি জানায়, লিবারেল পার্টি এখন পর্যন্ত ১৬৩টি আসনে জয়ী হয়েছে, যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ১৭২টি আসন। ফলাফল এখনও চলমান হলেও, কার্নির প্রধানমন্ত্রী হওয়া একপ্রকার নিশ্চিত।

প্রাপ্ত আসন (আংশিক):

লিবারেল পার্টি: ১৬৩

কনজারভেটিভ পার্টি: ১৪৯

ব্লক কুইবেকোইস: ২৩

নিউ ডেমোক্র্যাট পার্টি (NDP): ৭

গ্রিন পার্টি: ১

কার্নি জানিয়েছেন, তিনি শিগগিরই ট্রাম্পের সঙ্গে “দুটি সার্বভৌম দেশের ভবিষ্যৎ” নিয়ে কথা বলবেন। তবে অনেকেই বলছেন, এই উত্তেজনাপূর্ণ শুরুর পর দুই দেশের সম্পর্ক কতটা স্থিতিশীল থাকবে, তা নিয়ে আছে বড় প্রশ্ন।

কার্নির অভিযোগের ভাষা কূটনৈতিক নয় তা সরাসরি, তীব্র ও বিস্ফোরক। একজন নবনির্বাচিত প্রধানমন্ত্রীর এমন বক্তব্য কেবল কানাডা নয়, পুরো আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে।

কার্নির এই জয়ের মধ্যে রয়েছে কানাডার জাতীয়তাবাদী আবেগ ও ট্রাম্পবিরোধী সেন্টিমেন্টের প্রতিফলন। পরবর্তী দিনগুলোতে কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্ক কোনদিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে