ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
Sharenews24

তামিম বনাম ফারুক দ্বন্দ্ব প্রকাশ্যে

২০২৫ এপ্রিল ২৬ ১৭:৪৬:২৩
তামিম বনাম ফারুক দ্বন্দ্ব প্রকাশ্যে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেন আবারও আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে। দেশের তারকা ওপেনার তামিম ইকবাল ও বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে বোর্ডের একটি ঘনিষ্ঠ সূত্র।

গতকাল (২৫ এপ্রিল) দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এক উচ্চপর্যায়ের বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন তামিম ইকবালসহ বেশ কয়েকজন ক্রিকেটার, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম, আম্পায়ার্স ও মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু। এই বৈঠকে বিসিবি সভাপতির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় তামিমের।

বিসিবি সূত্র জানায়, একপর্যায়ে সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ হলে সভাপতি ফারুক আহমেদ তামিমকে বলেন, “তামিম কোয়ায়েট (শান্ত হও)।” জবাবে তামিম পাল্টা বলেন, “ইউ কোয়ায়েট (আপনি শান্ত থাকুন)।” বৈঠকে থাকা কর্মকর্তারা পরিস্থিতি সামাল দেন। যদিও বোর্ডের একজন কর্মকর্তা পরে জানান, “কিছু ভুল বোঝাবুঝি ছিল, তবে বৈঠক ভালোভাবেই শেষ হয়েছে।”

সম্প্রতি ডিপিএলের ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন তামিম ইকবাল, যেখান থেকে সেরে উঠে এটাই ছিল তার প্রথম বিসিবি সফর। তামিমের উপস্থিতি ঘিরে সকাল থেকেই গণমাধ্যমকর্মীদের ভিড় ছিল বিসিবিতে। তার সাক্ষাৎকারের আশায় অপেক্ষা চলছিল ঘন্টার পর ঘণ্টা।

বিকেলে বৈঠক শেষে তামিম সাংবাদিকদের সামনে এসে হতাশা ও ক্ষোভ প্রকাশ করলেও বিসিবি সভাপতি ফারুক আহমেদ কোনো মন্তব্য না করেই স্থান ত্যাগ করেন।

তামিম-ফারুক বৈঠকের উত্তেজনার মধ্যে ক্রিকেট অঙ্গনে আবারও আলোচনায় এসেছে বিপিএল চলাকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব মাহফুজুল আলমের সঙ্গে বিসিবি সভাপতির আগের কথা কাটাকাটির বিষয়টি। যদিও সেই সময় উভয় পক্ষই বিষয়টি চাপা দেয়।

বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে অভ্যন্তরীণ সূত্র বলছে, বোর্ড চায় বিষয়টি গণমাধ্যমে না আসুক। তাদের মতে, “এটা ছিল সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিক মতবিনিময়, যা তর্কে গড়ায়নি।”

মুয়াজ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে