ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভারত-পাকিস্তান ইস্যুতে চমকপ্রদ বার্তা দিলেন এরদোগান

২০২৫ এপ্রিল ২৯ ১০:৫৬:১২
ভারত-পাকিস্তান ইস্যুতে চমকপ্রদ বার্তা দিলেন এরদোগান

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন এক পরিস্থিতিতে শান্তির বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

সোমবার (২৮ এপ্রিল) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার শান্তিপূর্ণ অবসান চায় তুরস্ক। আরও ভয়াবহ পরিণতি ঘটার আগেই বিষয়টি প্রশমিত হওয়া প্রয়োজন।" — এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উল্লেখ্য, গত মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৫ জন ভারতীয় ও এক নেপালি নাগরিক প্রাণ হারান। এ ঘটনার পর ভারতের বিভিন্ন মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হয়।

ভারতের অভিযোগ, কাশ্মীরে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে পাকিস্তান দীর্ঘদিন ধরে সমর্থন দিয়ে আসছে। এই বিতর্কিত হিমালয় উপত্যকাকে ঘিরে এর আগেও দুবার যুদ্ধে জড়িয়েছে পারমাণবিক শক্তিধর দুই দেশ।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সোমবার রয়টার্সকে বলেন, "আমরা আমাদের বাহিনীকে প্রস্তুত রেখেছি। কারণ ভারতের তরফ থেকে সামরিক আক্রমণের আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে আমরা কিছু কৌশলগত সিদ্ধান্ত নিয়েছি।"

তিনি আরও বলেন, “কাশ্মীর ইস্যু ঘিরে ভারত থেকে হুমকি বাড়ছে। আমাদের সামরিক বাহিনী ইতিমধ্যে সম্ভাব্য হামলা সম্পর্কে সরকারকে অবহিত করেছে।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে