ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পাসপোর্ট অফিসের পরিচালক বরখাস্ত

২০২৫ এপ্রিল ২৯ ১১:৪৪:৪০
পাসপোর্ট অফিসের পরিচালক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়েরকৃত মামলায় আদালতে অভিযোগপত্র গঠন হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ ধারার উপধারা (২) অনুযায়ী আব্দুল্লাহ আল মামুনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সরকারি সূত্র জানায়, মামুনের বিরুদ্ধে রাতারাতি কূটনৈতিক পাসপোর্টকে সাধারণ (অর্ডিনারি) পাসপোর্টে রূপান্তর সহ একাধিক পাসপোর্ট সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলেছে। এসব গুরুতর অভিযোগের ভিত্তিতেই সরকারের এই কঠোর সিদ্ধান্ত।

এ বিষয়ে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, মামলার তদন্তে প্রমাণিত হওয়া অপরাধমূলক কর্মকাাণ্ডের কারণেই মামুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে