ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
Sharenews24

মাত্র ১৫ দিনের মেয়র হতে যাচ্ছেন ইশরাক হোসেন!

২০২৫ এপ্রিল ২৯ ১৫:৩৪:৩৪
মাত্র ১৫ দিনের মেয়র হতে যাচ্ছেন ইশরাক হোসেন!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আইনি জটিলতার কারণে তিনি মেয়র পদে থাকতে পারবেন মাত্র ১৫ দিন। কারণ, ২০২০ সালের নির্বাচনের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৫ মে।

নির্বাচনী ট্রাইব্যুনাল ২৭ মার্চ ২০২৫ সালে এক রায়ে ২০২০ সালের নির্বাচনে ইশরাক হোসেনকে বৈধ বিজয়ী ঘোষণা করে এবং আওয়ামী লীগের ফজলে নূর তাপসের জয় বাতিল করে। তবে এই রায় বাস্তবায়নে নির্বাচন কমিশন শুরুতে দ্বিধায় ছিল এবং আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। কিন্তু সেই মতামতের অপেক্ষা না করেই ২৭ এপ্রিল রাতে গেজেট প্রকাশ করে ইসি।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে শুধুমাত্র ১৫ দিনের জন্য কেন গেজেট প্রকাশ করে ইশরাককে দায়িত্ব দেওয়া হলো? বিশ্লেষকরা বলছেন, এতে রাজনৈতিক চাপ ও নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। সাবেক সচিব শহীদ খান বলেন, “এভাবে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিলে ভবিষ্যতের নির্বাচন নিয়ে আস্থা হারাবে জনগণ।”

আইন অনুযায়ী মেয়রের পূর্ণ মেয়াদ না থাকলে নতুন নির্বাচনের আয়োজনের কথা থাকলেও, এখানে নতুন ভোট ছাড়াই এক মাস আগে করা রায়ের ভিত্তিতে ইশরাককে দায়িত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ জানান, “আইনে এই ধরনের পরিস্থিতি নিয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা নেই ফলে এটি এক ধরনের আইনি ধোঁয়াশা।”

বিশেষজ্ঞদের মতে, শপথ নিলে ইশরাককে ১৫ মে’র মধ্যেই পদত্যাগ করতে হবে যদি তিনি পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে চান। এ সময়ের মধ্যে নতুন তফসিল না হলে প্রশাসক ব্যবস্থাই বহাল থাকবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে