ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এবার বিসিবির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন তামিম

২০২৫ এপ্রিল ২৫ ১৯:০৩:৪২
এবার বিসিবির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন তামিম

নিজস্ব প্রতিবেদক: তাওহিদ হৃদয়ের শাস্তি পাওয়া নিয়ে নাটক যেন থামছেই না। এবার সেই নাটকে যোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। চলতি মৌসুমে অসুস্থ হয়ে মাঠ ছাড়ার আগে মোহামেডানের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তামিম।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) মিরপুরে বিসিবি কার্যালয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে আলোচনায় বসেন তামিমসহ বেশ কয়েকজন ক্রিকেটার। বিসিবি সভাপতি ছাড়াও আলোচনায় উপস্থিত ছিলেন দুই পরিচালক ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ও আম্পায়ার্স এবং মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান।

আলোচনা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘তাওহিদ হৃদয়ের শাস্তি হয়ে গেছে। কিন্তু আমরা শুনেছি কাল তাকে আবার এক ম্যাচের জন্য বহিষ্কার করা হয়েছে। এটা কোন নিয়মে আমাদের জানা নেই। এটা হাস্যকর। বিসিবি তাকে খেলতে দিয়েছে, আবার কিভাবে শাস্তি দেয়!’

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে