ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

২৫ এপ্রিল দেখা যাবে বিরল দৃশ্য

২০২৫ এপ্রিল ২১ ১১:৫৮:৪৮
২৫ এপ্রিল দেখা যাবে বিরল দৃশ্য

নিজস্ব প্রতিবেদক: ২৫ এপ্রিল ভোরে আকাশে দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য, যেন আকাশ নিজেই হেসে উঠেছে। এই বিশেষ মুহূর্তে আকাশে একসঙ্গে দেখা যাবে শুক্র, শনি ও চাঁদ। বিজ্ঞানীরা এই ঘটনাকে বলছেন “ট্রিপল প্ল্যানেটারি কনজাংশন”, অর্থাৎ তিনটি গ্রহ বা মহাজাগতিক বস্তু একসঙ্গে খুব কাছাকাছি অবস্থান করবে। চাঁদ থাকবে অর্ধচন্দ্র আকৃতিতে, যা হবে মুখের হাসির মতো, আর শুক্র ও শনি থাকবে দুই পাশে চোখের মতো ফলে সম্পূর্ণ চিত্রটি হবে একটি হাসিমুখের মতো।

এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে ২৫ এপ্রিল, শুক্রবার ভোরে, সূর্য ওঠার ঠিক আগে। দৃশ্যটি খুব অল্প সময়ের জন্য থাকবে এবং মূলত পূর্ব আকাশে দেখা যাবে। বিশ্বের প্রায় সব দেশ থেকেই এটি দেখা সম্ভব হবে, যদি আকাশ পরিষ্কার থাকে। তাই যারা এই বিরল দৃশ্য উপভোগ করতে চান, তাদের সেই ভোরে একটু আগেই ঘুম থেকে উঠতে হবে এবং পূর্ব দিকে খোলা আকাশের দিকে তাকাতে হবে।

এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করার জন্য বিশেষ কোনো যন্ত্রের প্রয়োজন নেই। খালি চোখেই এটি দেখা যাবে। তবে কেউ চাইলে বাইনোকুলার বা ছোট টেলিস্কোপ ব্যবহার করতে পারেন আরও স্পষ্টভাবে দেখার জন্য। আকাশপ্রেমী, বিজ্ঞানপ্রেমী কিংবা সাধারণ যে কেউ এই দৃশ্য দেখে মুগ্ধ হবেন নিঃসন্দেহে।

এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে না তাই যারা মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হতে চান, তাদের জন্য এটি এক বিরল ও স্মরণীয় সুযোগ।

মুসআব/

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে