ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দুর্ঘটনার শিকার এনসিপি নেতা মাহিন সরকার

২০২৫ এপ্রিল ২১ ১১:১৮:৩১
দুর্ঘটনার শিকার এনসিপি নেতা মাহিন সরকার

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। রোববার (২০ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

মাহিন সরকার লিখেছেন, সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে রাত পৌনে বারোটা নাগাদ মহাখালী কলেরা হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রাইভেট কারে ফেরার পথে প্রত্যাশা ট্রান্সপোর্ট এজেন্সি নামক পরিবহন সংস্থার একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৭-০৮০২) একেবারে অপ্রত্যাশিতভাবে ধাক্কা মারে। এতে গাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও লিখেছেন, আমার স্ত্রী ট্রমাটাইজড হয়ে গেছেন এই ঘটনায়। ইতোমধ্যে ড্রাইভারকে স্থানীয় জনতার সহায়তা নিয়ে আটক করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে