ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

যেসব বিষয়ে সুপারিশ করল বিএনপি

২০২৫ এপ্রিল ২০ ১৬:৩৮:১০
যেসব বিষয়ে সুপারিশ করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, আস্থা বিল, অর্থবিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যদের (এমপি) স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ থাকতে হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা বাড়ানোর প্রস্তাবে বিএনপি সম্মতি জানিয়েছে। দলের মতে, দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া বাধ্যতামূলক নিষেধ না রেখে বিষয়টি উন্মুক্ত রাখা উচিত।

বিএনপি মনে করে, একই ব্যক্তি দলীয় প্রধান ও সরকার প্রধান হতে পারবেন এটি গণতান্ত্রিক চর্চারই অংশ, যেমনটা যুক্তরাজ্যে দেখা যায়। তবে তারা শর্তসাপেক্ষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং শক্তিশালী নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছে। সেই নির্বাচনে যারা জয়লাভ করবে, তাদেরকেই জনগণ প্রদত্ত বৈধ ক্ষমতার অধিকারী হিসেবে স্বীকৃতি দিতে হবে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এছাড়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থানে ফিরে যাওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। তারা মনে করে, ধর্মনিরপেক্ষতা বা বহুত্ববাদের পরিবর্তে স্বাধীনতার ঘোষণাপত্রে যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই মূলনীতি সংবিধানে রাখা উচিত। এ প্রস্তাবের সঙ্গে কমিশনও একমত হয়েছে বলে জানানো হয়।

আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল ইন্টারনেটকে মানুষের মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়টি। বিএনপি একে মৌলিক অধিকার হিসেবে মেনে নিলেও বলেছে, রাষ্ট্রের বাস্তবায়নযোগ্য ক্ষমতা বিবেচনা করেই সংবিধানে নতুন কিছু যোগ করা উচিত।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কারের বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি অনেক বিষয়ে একমত হলেও কিছু বিষয়ে ভিন্নমত পোষণ করেছে, যা গণতান্ত্রিক চর্চারই অংশ। তিনি বলেন, আমরা বাকশালী সংস্কৃতিতে বিশ্বাস করি না, যেখানে সবাইকে একই মত পোষণ করতে হয়।

প্রতিনিধিদলের সদস্য হিসেবে বৈঠকে অংশ নেন নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, ইসমাঈল জবিউল্লাহ, রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব মনিরুজ্জামান খান।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে