ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

এবার থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের

২০২৫ এপ্রিল ২১ ১১:৩৪:১৬
এবার থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যারা বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী, পারভেজ হত্যার ঘটনায় থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি তাঁর ফেসবুক পেজে পোস্ট করে এ বিষয়টি জানান। পোস্টে তিনি দাবি করেন, যে ব্যক্তি বা গোষ্ঠী প্রশাসনকে হত্যা মামলার তদন্তে বাধা দিতে চাইছে, তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করা হবে।

পোস্টে তিনি বলেন, "প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, এবং যদি এই ঘটনার তদন্তে কোনো প্রকার বাধা সৃষ্টি হয়, তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করা হবে।"

এদিকে ছাত্রদলও পারভেজ হত্যার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে। গত ২০ এপ্রিল, ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করে জানান, পারভেজকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের শাস্তি নিশ্চিত করতে ছাত্রদল সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।

এই কর্মসূচি আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে, এবং এর আওতায় সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সকল ইউনিটের ছাত্রদল নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেছেন।

এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে, বিশেষ করে ইশরাক হোসেনের পোস্ট এবং ছাত্রদলের কর্মসূচি নিয়ে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে