ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

পদত্যাগ করেছেন বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা

২০২৫ এপ্রিল ১৯ ১৭:০৫:৪৪
পদত্যাগ করেছেন বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. সরফরাজ হাসান সিদ্দিকী পদত্যাগ করেছেন। বাফুফে কর্তৃপক্ষ তার পদত্যাগপত্র গ্রহণ করেছে, যা ১০ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হবে। তবে তিনি আরও তিন মাস দায়িত্ব হস্তান্তরের কাজে যুক্ত থাকবেন বলে জানা গেছে।

বাফুফের প্রশাসনিক কাঠামোয় সাধারণ সম্পাদকের পর সিএফও পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদে থাকা ব্যক্তি বাজেট পরিকল্পনা, অর্থ ব্যয়, আন্তর্জাতিক ফান্ড ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন।

সিএফও এবং সাধারণ সম্পাদকের বেতন ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি মাসে প্রায় আট লাখ টাকা ব্যয় হয়। অথচ এই ব্যয়ের যৌক্তিকতা নিয়ে অনেক প্রশ্ন আছে, কারণ বিসিবির মতো বড় প্রতিষ্ঠানেও নেই সিএফও পদ।

২০২৩ সালে ফিফা বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করার পর আর্থিক অনিয়ম তদন্তে নামে বাফুফে। সেই সময়ের আরেক সিএফও আবু হোসেন পদত্যাগ করেন। এরপর কাজী সালাউদ্দিনের নিয়োগে সরফরাজ হাসান দায়িত্ব নেন।

বাফুফের বাজেটের বাস্তব চিত্র মাসিক ব্যয়: প্রায় ৪-৫ কোটি টাকা, বাৎসরিক ব্যয়: প্রায় ৫০-৬০ কোটি টাকা, সিএফও পদে ব্যয়: প্রতি মাসে প্রায় ৪ লাখ টাকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেখানে বছরে ২০০ কোটির বেশি লেনদেন করে এবং হাজার কোটির স্থায়ী আমানত রয়েছে, সেখানে কোনো সিএফও নেই। অথচ বাফুফের আয়-ব্যয় তুলনামূলক কম হলেও সেখানে এই পদে বিশাল ব্যয় এবং অনিয়মের অভিযোগ রয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে