ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সেই আবিদের নিয়োগ বাতিল

২০২৫ এপ্রিল ১৯ ১৪:৩৯:৩৮
সেই আবিদের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের খণ্ডকালীন অবৈতনিক মুখপাত্র মুহাম্মদ আবু আবিদের নিয়োগের আদেশ বাতিল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে।

এতে বলা হয়, মুহাম্মদ আবু আবিদের খণ্ডকালীন নিয়োগের আদেশটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

এর আগে গত ১৫ এপ্রিল তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, মুহাম্মদ আবু আবিদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা এবং অস্তিত্বহীন তথ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করবেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে