ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

‘আমি ভাবিনি এত ছড়িয়ে যাবে’: সাকিব আল হাসান

২০২৫ এপ্রিল ১৬ ১২:২৯:২৪
‘আমি ভাবিনি এত ছড়িয়ে যাবে’: সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক: গত বছর দেশের রাজনৈতিক অস্থিরতার সময় কানাডার সাফারি পার্কে ঘুরতে যাওয়া এবং সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।

দেশজুড়ে যখন সরকারবিরোধী আন্দোলন উত্তাল, তখন সাকিবের স্ত্রী শিশির ফেসবুকে একটি ছবি পোস্ট করেন—যেখানে সাকিবকে দেখা যায় পরিবারের সঙ্গে সাফারি পার্কে। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে সমালোচনার ঝড় ওঠে। এরপর থেকেই প্রশ্ন উঠে এমন এক সংকটময় সময়ে কেন তিনি নীরব ছিলেন?

সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন:

“সত্যি বলতে, আমি তখন দেশের বাইরে ছিলাম। প্রথমে যুক্তরাষ্ট্রে এমএলসি খেলতে যাই, পরে কানাডা যাই। ছবিটি কানাডায় তোলা এবং আমি নিজে পোস্ট করিনি। তবে দায় আমি নিচ্ছি। এটা ছিল একটি পূর্বপরিকল্পিত পারিবারিক সফর।”

তিনি আরও বলেন, একজন পাবলিক ফিগার হিসেবে তাঁকে আরও সচেতন হওয়া উচিত ছিল। “এখন বুঝতে পারছি, ছবিটি দেওয়া উচিত হয়নি। অনেকেই এতে কষ্ট পেয়েছেন।”

সাকিব বলেন, “অন্যরাও এমন ছবি পোস্ট করলেও আমারটা বেশি মনোযোগ পেয়েছে। হয়তো আমি বলেই হয়েছে। তাই ভবিষ্যতে আরও সতর্ক থাকতে হবে।”

গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে গিয়ে কানাডায় এক দর্শকের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ব্যাখ্যা করেন সাকিব।

“সে বারবার বলছিল—আমি কিছু করছি না। তখন আমি জিজ্ঞেস করি, ভাই, আপনি কী করেছেন? আমি পরিস্থিতিকে অবজ্ঞা করিনি, কিন্তু জানতাম না কী করতে হবে। সরকার কিংবা অন্য কেউ আমাকে কিছু পোস্ট করতে বলেছিল। কিন্তু তাতে কি কিছু হতো? আগুনে ঘি না ঢালা হতো?”

সাকিব জানান তাঁকে কখনোই রাজনীতিতে সক্রিয় হতে বলা হয়নি। সবসময় আমাকে বলা হয়েছে, ‘শুধু ক্রিকেট খেলো’। আমি সেটাই করেছি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব বাংলাদেশের মাঠে শেষ টেস্ট খেলার সুযোগ পাননি। খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও।

কেএইচ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে