ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

নববর্ষের শোভাযাত্রায় বাদ পড়ল আবু সাঈদের ভাস্কর্য

২০২৫ মার্চ ২৬ ১৭:৪৪:০৩
নববর্ষের শোভাযাত্রায় বাদ পড়ল আবু সাঈদের ভাস্কর্য

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে আগামী পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় শহীদ আবু সাঈদের ভাস্কর্যটি থাকবে না বলে জানানো হয়েছে। বুধবার চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম শেখ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ (ভাস্কর্য নয়) নিয়ে একটি স্কেচ তৈরি করা হয়েছিল, যা দিয়ে শহীদ আবু সাঈদের বীরত্ব তুলে ধরার পরিকল্পনা করা হয়েছিল। তবে আবু সাঈদের পরিবার এ ভাস্কর্য সম্পর্কে আপত্তি জানায়, ফলে তাদের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে এই ভাস্কর্যটি শোভাযাত্রায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, শোভাযাত্রায় মোট চারটি বড় আকারের ভাস্কর্য রাখার পরিকল্পনা ছিল। এর মধ্যে একটি ২০ ফুট দীর্ঘ শহীদ আবু সাঈদের ভাস্কর্য, একটি বাঘ, একটি পাখি এবং একটি স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্য অন্তর্ভুক্ত করার কথা ছিল। এছাড়া বিভিন্ন মুখোশও থাকবে শোভাযাত্রায়।

মঙ্গল শোভাযাত্রা ১৯৮৯ সাল থেকে পয়লা বৈশাখে অনুষ্ঠিত হয়ে আসছে। শুরুর দিকে এটি ছিল আনন্দ শোভাযাত্রা, পরে ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে এর নামকরণ করা হয় মঙ্গল শোভাযাত্রা, যাতে অমঙ্গল দূর করে মঙ্গলের আহ্বান জানানো হয়। ২০১৬ সালে ইউনেসকো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।

এবারের শোভাযাত্রায় আবু সাঈদের ভাস্কর্য না থাকলেও, অন্যান্য ভাস্কর্য ও মুখোশ দিয়ে তা দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে