ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

স্টক এক্সচেঞ্জে গণমাধ্যমের তালিকাভুক্তির সুপারিশ গণমাধ্যম কমিশনের

২০২৫ মার্চ ২২ ২২:৫৪:০৮
স্টক এক্সচেঞ্জে গণমাধ্যমের তালিকাভুক্তির সুপারিশ গণমাধ্যম কমিশনের

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রথম পর্যায়ে মাঝারি ও বড় মিডিয়া কোম্পানিগুলোকে সাধারণ জনগণের জন্য শেয়ার ছাড়া ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করার জন্য সময়সীমা নির্ধারণের সুপারিশ করেছে এই কমিশন।

শনিবার (২২ মার্চ) দুপুরে, কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈশ্বিক প্রবণতা হলো গণমাধ্যমের কেন্দ্রীকরণ ঘটতে দেওয়া যাবে না এবং এ লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। কমিশন মনে করে, এখানে একই ধরনের উদ্যোগ অচিরেই গ্রহণ করা জরুরি।

কমিশন ক্রস ওনারশিপ নিষিদ্ধ করার জন্য অর্ডিন্যান্স জারি করার সুপারিশ করেছে এবং যেসব ক্ষেত্রে এটি বিদ্যমান, সেগুলোতে পরিবর্তনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে। কমিশনের ধারণা মতে, যেসব কোম্পানি, গোষ্ঠী, অথবা ব্যক্তি একযোগে টেলিভিশন এবং পত্রিকার মালিকানা ধারণ করছে, তারা যেকোনো একটি গণমাধ্যম রেখে অন্যগুলোর মালিকানা বিক্রির মাধ্যমে হস্তান্তর করতে পারে।

কমিশন জানায়, একক মালিকানায় একই ভাষায় একাধিক দৈনিক বা টেলিভিশন চ্যানেল প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করে এবং গণমাধ্যমের ক্ষমতাকে নিজস্ব স্বার্থে কেন্দ্রীভূত করে। এই কারণেই এই ব্যবস্থা অবসানের প্রয়োজনীয়তা রয়েছে। একই মালিকানায় একাধিক দৈনিক পত্রিকা এবং টেলিভিশনের ক্ষেত্রে, পাঠক ও দর্শকদের ক্ষতিগ্রস্ত হতে হয়। এক উদ্যোক্তার একটি গণমাধ্যম নীতি কার্যকর করার মাধ্যমে গণমাধ্যমের কেন্দ্রীকরণ প্রতিরোধ করা সম্ভব।

কমিশন উল্লেখ করেছে, গণমাধ্যমে কালোটাকার অনুপ্রবেশ নিরুৎসাহিত করতে হবে। প্রতিবছর গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে আর্থিক হিসাব উন্মুক্ত করতে হবে যাতে আয়ের স্বচ্ছতা নিশ্চিত হয়। ফলে, কমিশন মিডিয়াকে পুঁজিবাজারে অন্তর্ভূক্ত করার সুপারিশ করেছে।

কর্মসূচিতে আরও বলা হয়, কোনো গণমাধ্যমে নিয়োগপত্র ও ছবিসহ পরিচয়পত্র ছাড়া এবং বিনাবেতনে কোনো সাংবাদিককে অস্থায়ী, স্থায়ী বা চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া যাবে না। শিক্ষানবিশকাল এক বছরের বেশি হতে পারবে না এবং সাংবাদিকদের স্থায়ী চাকরির শুরুতে সরকারি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তাদের মূল বেতনের সমান বেতন ধার্য করার কথাও সুপারিশে উল্লেখ করা হয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে