ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা, সূচক ও লেনদেনে উন্নতি

২০২৫ মার্চ ১২ ১৫:১৫:৫৬
শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা, সূচক ও লেনদেনে উন্নতি

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১২ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারে সূচক বৃদ্ধির সঙ্গে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আজ ৪৫০ কোটির ঘর অতিক্রম করেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমে গেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ১৬.৭৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ২.৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৯৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৪৫২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১২ কোটি ৫২ লাখ টাকার।

এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯১টির, কমেছে ১৪০টির এবং পরিবর্তন হয়নি ৬৭টির।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৯২ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৮টির, কমেছে ৬৪টির এবং পরিবর্তন হয়নি ৩৮টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭২.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৪ পয়েন্ট। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ৪৫ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে