ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শাহবাগের নির্মমতা নিয়ে হাসনাত আব্দুল্লাহর শঙ্কা

২০২৫ মার্চ ১২ ১০:৪৩:৩৯
শাহবাগের নির্মমতা নিয়ে হাসনাত আব্দুল্লাহর শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের শাসনের সময় শাহবাগ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ডসহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল। তিনি এই মন্তব্য করেছেন তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে।

হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, শাহবাগ একদিনে গড়ে ওঠেনি এবং এককভাবে কেউ শাহবাগ গড়ে তোলেনি। শাহবাগের প্রতিষ্ঠায় সমর্থন দিয়েছিল তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আমলা, সাংস্কৃতিক কর্মী, বিদেশি এজেন্ট, রাজনীতিবিদ, এবং ক্রীড়াবিদরা।

তিনি আরো বলেন, শাহবাগ কেবল সরকারের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখেনি, বরং এ দেশের মানুষের মৌলিক মানবাধিকার হরণ করেছে। তারা স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছিল এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, আয়নাঘর এবং বিচারিক হত্যাকাণ্ডসহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল।

হাসনাত আব্দুল্লাহ বলেন, শাহবাগ কায়েমে যারা সহযোগিতা করেছে, তাদের সহায়তায় বিগত পনেরো বছরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। তাদেরই সমর্থনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। তিনি বলেন, ২০১৩ সালে যারা বিচারবিহীনতা প্রতিষ্ঠা করেছিল, তারা এখন ফ্যাসিবাদী শাসনকে আরো শক্তিশালী করেছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী ২০২৪ সালে বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০১৩ সালে সংঘটিত সকল অন্যায়, অপকর্ম, গুম, খুন, এবং নিপীড়নের বিচার করা হবে। তিনি আশা প্রকাশ করেন, সকল ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই ইনসাফ কায়েম হবে। তিনি আবারও জানান যে, তারা সবসময় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাশীল এবং সেই সব অন্যায় ও নিপীড়নের বিচার করতে বদ্ধপরিকর।

তিনি তার পোস্টে আরো বলেন, ২০২৫ সালে এসে ২০১৩ সালের মতো পরিস্থিতি ফেরানো উচিত হবে না। তিনি এই সাবধানতা দিয়ে বলেন, "ফ্যাসিবাদী শাসনের পুনরুত্থান দেশের জন্য ভয়াবহ হতে পারে।"

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে