ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

বিমা আইনকে ত্রুটিপূর্ণ বললেন আইডিআরএ চেয়ারম্যান

২০২৫ মার্চ ১২ ১৭:৩১:৩৫
বিমা আইনকে ত্রুটিপূর্ণ বললেন আইডিআরএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : বিমা খাতের সংস্কার নিয়ে সেমিনারে অংশগ্রহণকালে বিমা আইনকে অত্যন্ত ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর চেয়ারম্যান ড. এম আসলাম আলম। তিনি বলেন, বর্তমান বিমা আইন আইডিআরএ’কে দুর্বল করে রেখেছে এবং বিমাকারীদের পক্ষে তৈরি করা হয়েছে।

ড. এম আসলাম আলম আরও বলেন, আইডিআরএ যখন কাউকে সাসপেন্ড করে, তখন তারা আদালতে গিয়ে স্টে অর্ডান নিয়ে ফিরে আসে, যা আইডিআরএ’র কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। এ জন্য তিনি আইডিআরএ’র ক্ষমতায়ন বৃদ্ধির কথা উল্লেখ করেন। তার মতে, আইডিআরএ’র সক্ষমতা বাড়ানো না হলে বিমা খাতের সংস্কার সম্ভব নয়।

তিনি আরও বলেন, আইডিআরএ নামে আছে, কিন্তু কার্যকরভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি এবং পরিবেশ তৈরি করতে হবে। বর্তমানে বিমা কোম্পানিগুলো সঠিকভাবে তথ্য প্রদান করতে চায় না, এবং এই অবস্থা ডিজিটালাইজেশন চালু করলে ৮৫ শতাংশ অনিয়ম ও দুর্নীতি বন্ধ হতে পারে বলে তিনি মনে করেন।

এছাড়াও, গ্রাহকদের বকেয়া বিমা দাবির পরিশোধ সংক্রান্তে তিনি বলেন, আইডিআরএ’র পক্ষে উল্লেখযোগ্য শেয়ারহোল্ডারের সম্পদ বিক্রি করে দাবি পরিশোধের ক্ষমতা নেই, এজন্য আদালতের দ্বারস্থ হতে হয়। তবে তিনি আশাবাদী, সুশাসন প্রতিষ্ঠা হলে বিমার প্রতি মানুষের আস্থা বাড়বে।

এই সেমিনারে বিমা খাতের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার জন্য আইডিআরএ, ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম এবং বিমা কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে