ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

১৭ দিনের সংগ্রাম শেষে শিক্ষকদের আন্দোলন সফল

২০২৫ মার্চ ১২ ১১:২৫:০০
১৭ দিনের সংগ্রাম শেষে শিক্ষকদের আন্দোলন সফল

নিজস্ব প্রতিবেদক: সরকার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে এমপিওভুক্তির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ১৭ দিন ধরে চলমান শিক্ষক আন্দোলনের পর শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে, শিক্ষকরা তাদের দীর্ঘদিনের দাবির প্রতি সরকারের সাড়া পেয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন এবং বুধবার থেকে এমপিওভুক্তির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংগঠনটি।

সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. সেলিম মিঞা সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, তাদের আন্দোলনের সময় কিছু শিক্ষক আর্থিক দুশ্চিন্তা ও অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেছেন, এবং অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তারা দাবি জানিয়েছিলেন, ২৫ থেকে ৩০ বছর ধরে বেতনহীন থাকা শিক্ষকদের এমপিওভুক্তির মাধ্যমে বেতনের ব্যবস্থা করা হোক।

নন-এমপিও শিক্ষকরা বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি সরকারের কাছে আলোচনার আহ্বান জানান। শেষে, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সরকার তাদের দাবির প্রতি সম্মতি জানায় এবং জানায় যে, এমপিওভুক্তির প্রাথমিক কাজ বুধবার থেকে শুরু হবে। মে মাসের মধ্যে চূড়ান্ত এমপিও তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া, আন্দোলনে অংশগ্রহণকারী আহত বা অসুস্থ শিক্ষকদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের দ্রুত সুস্থতার কামনা করা হয়েছে এবং মৃত্যু ঘটানো শিক্ষকদের পরিবারে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে