ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

এস আলমের ২৪ পরিচালকের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত

২০২৫ মার্চ ১২ ১০:৩৩:৫৫
এস আলমের ২৪ পরিচালকের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের সাথে সংশ্লিষ্ট ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার পরিচালকের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এই পরিচালকদের বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এস আলম গ্রুপের সংশ্লিষ্ট ২৪ শেয়ারহোল্ডার কোম্পানি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ব্যাংকটিতে শেয়ারের পরিমাণ ৮১.৯২ শতাংশ। এর মানে হলো, এই ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার ব্যাংকের সাধারণ সভা (AGM) এবং বিশেষ সাধারণ সভা (EGM) উভয়তেই অংশগ্রহণ করতে পারবেন না।

আইনজীবী মো. রুকুনুজ্জামান জানিয়েছেন, হাইকোর্টের আদেশে বলা হয়েছে যে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এস আলম গ্রুপের এই ২৪ শেয়ার তাদের কাছ থেকে অ্যাটাচ (জব্দ) থাকবে এবং এগুলো হস্তান্তরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া, এসব শেয়ারের বিপরীতে কোন বোনাস লভ্যাংশ প্রদানও স্থগিত থাকবে।

গত মঙ্গলবার এক রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল এবং কাজী ওয়ালিউল ইসলামের বেঞ্চ এই রুলসহ আদেশটি দেয়। আদেশের ফলে এখন এস আলম গ্রুপের পরিচালকদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে এবং তাদের শেয়ার বিক্রি বা হস্তান্তর করতে পারবে না।

এছাড়া, এই আদেশের ফলে এস আলমের শেয়ারহোল্ডিং সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আসবে এবং পরিচালকদের শেয়ার নিলাম বা বিক্রির কোন সুযোগ থাকবে না, যা ব্যাংকের অর্থনৈতিক পরিস্থিতির উপরও প্রভাব ফেলতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে