ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

তিন খাতের  দখলে শেয়ারবাজারের  ৪৩ শতাংশ লেনদেন

২০২৫ মার্চ ১২ ১৬:১২:০৪
তিন খাতের  দখলে শেয়ারবাজারের  ৪৩ শতাংশ লেনদেন

নিজস্ব প্রতিবেদক: আগের তিন কর্মদিবসের ধারাবাহিকতায় আজ বুধবারও শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৪৫২ কোটি টাকার বেশি অতিক্রম করেছে।

আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তিন খাতের শেয়ার। এ তিন খাতেই মোট লেনদেনের ৪২.৯৫ শতাংশ। খাতগুলো হলো- খাদ্য, ফার্মা এবং বস্ত্র খাত।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ খাদ্য খাতে মোট লেনদেন হয়েছে ৭২ কোটি ৭৯ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ১৬.৭৪ শতাংশ। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪৯ কোটি ৬ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির শেয়ার ২২ কোটি ৩৩ লাখ টাকার এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ১ কোটি ৪০ লাখ টাকার।

ফার্মা খাতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৫০ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ১৩.৪৫ শতাংশ। এখাতে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ২ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির শেয়ার ১১ কোটি ৭ লাখ টাকার এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ৩ কোটি ৪১ লাখ টাকার।

বস্ত্র খাত মোট লেনদেন হয়েছে ৫৫ কোটি ৪৮ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ১২.৭৬ শতাংশ। খাতটিতে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৬ লাখ টাকার, ‘বি’ ক্যাটাগরির শেয়ার ৩৩ কোটি ৮৩ লাখ টাকার এবং ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ৩ কোটি ৯৯ লাখ টাকার।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে