ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

চার দাবি তুলে জামায়াত আমিরের ফেসবুক বার্তা 

২০২৫ মার্চ ১১ ১৯:৪৯:১৪
চার দাবি তুলে জামায়াত আমিরের ফেসবুক বার্তা 

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতে ১ কোটি ভোটার ভোটের অধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি। তাই প্রবাসী ভোটারের জন্য প্রক্সি ভোটকে উপযুক্ত মনে করছে ইসি। ভোটার তালিকায় যাদের নাম আছে তারা এই ভোট দিতে পারবে বলেও জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব কথা বলেন ইসি সানাউল্লাহ।

এদিকে, ‘প্রক্সি ভোটিং’ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে, এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে চারটি দাবিও তুলেছেন তিনি।

ডা. শফিকুর রহমানের চারটি দাবি:

১. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা: তিনি বলেন, যেকোন মূল্যে আমাদের প্রবাসীদের ভোটাধিকার আগামী নির্বাচনে নিশ্চিত করতে হবে। এই দাবি প্রবাসীদেরও, এবং জামায়াত তাদের দাবির প্রতি বরাবর জোরালো সমর্থন ও সম্মান প্রদর্শন করে আসছে।

২. যুবসমাজের ভোটাধিকার নিশ্চিত করা: দেশের তরুণ যুবসমাজের ভোটও একইভাবে নিশ্চিত করতে হবে এবং যাদের ভোটার হওয়ার বয়স হয়েছে, তাদেরকে ভোটার তালিকাভূক্ত করতে হবে।

৩. জাল ভোটারদের তালিকা থেকে বাদ দেয়া: বতমান শাসনামলে যে বিপুল পরিমাণ জাল ভোটার তৈরি করা হয়েছিলো, তাদেরকেও ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে।

৪. মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া: ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নামও বাদ দিতে হবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে