ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫
Sharenews24

পদত্যাগের বিষয়ে মুখ খুললেন ড. আমিনুল ইসলাম

২০২৫ মার্চ ১০ ১৩:০৮:৩০
পদত্যাগের বিষয়ে মুখ খুললেন ড. আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগের গুঞ্জন অস্বীকার করেছেন। সম্প্রতি শোনা যাচ্ছে যে, তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন এবং উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে, ড. আমিনুল ইসলাম এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। আমি এই খবরের সত্যতা বা অসত্যতা কোনোটাই সাপোর্ট করছি না।" একই প্রশ্নে তিনি এও জানান যে, তিনি বর্তমানে মন্ত্রণালয়ে আছেন কি না, এ বিষয়ে তিনি উত্তর দেননি।

নানা সূত্রে জানা গেছে, যদিও তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়বেন, তবে বিশেষ সহকারী হিসেবে তার কার্যক্রম অব্যাহত থাকবে। আরও শোনা যাচ্ছে যে, তাকে অন্য কোনো মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে।

পূর্বে, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে রেখে আমিনুল ইসলামকে শিক্ষার উপদেষ্টা করা হচ্ছে বলে গুঞ্জন উঠেছিল। কিন্তু পরে ওই পোস্টটি তিনি সরিয়ে ফেলেন এবং পরবর্তীতে নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার দায়িত্ব পান।

এর আগে, ড. আমিনুল ইসলাম ফেসবুকে জানিয়েছিলেন যে, তাকে উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে তার এই স্ট্যাটাসের প্রতি নজর দেওয়ার পর এ বিষয়ে যোগাযোগ করা হয়।

এনামুল/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে