ঢাকা, সোমবার, ১০ মার্চ ২০২৫
Sharenews24

প্রশাসনে আসছে ‘ঈদ উপহার’

২০২৫ মার্চ ১০ ১২:৫৩:১৭
প্রশাসনে আসছে ‘ঈদ উপহার’

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনে মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতির প্রস্তুতি চলছে। আসন্ন ঈদের আগে উ প-সচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি আসছে এবং বিসিএস ২৪ ব্যাচের কর্মকর্তারা এই পদোন্নতির সুবিধা পাচ্ছেন।

প্রশাসনের পদোন্নতিপ্রত্যাশী কর্মকর্তারা একে ‘ঈদ উপহার’ হিসেবে মনে করছেন। এ বিষয়ে গত শনিবার সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সভা করেছে। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। সভায় প্রশাসন ক্যাডার ২৪ ব্যাচের প্রায় ৩০০ কর্মকর্তা এবং অন্যান্য ২৫টি ক্যাডারের প্রায় ১০০ কর্মকর্তা পদোন্নতিযোগ্য হিসেবে বিবেচনায় রয়েছেন।

এছাড়া বিগত সরকারের সময়ে রাজনৈতিক কারণে যুগ্ম সচিব পদে পদোন্নতি না পাওয়া অর্ধশতাধিক কর্মকর্তা বিবেচনায় আছেন।

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর অতীতের বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মোট ৪০০ কর্মকর্তা পদোন্নতি পেতে যাচ্ছেন। এই পদোন্নতির সার-সংক্ষেপ শিগগির প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে এবং অনুমোদন শেষে প্রজ্ঞাপন জারি করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি (নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ) শাখার অতিরিক্ত সচিব মো. এরফানুল হক জানিয়েছেন, গত শনিবার এসএসবি সভায় যুগ্ম সচিব পদোন্নতির বিষয়টি আলোচিত হয়েছে। তবে কতজনকে পদোন্নতি দেওয়া হবে সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।

জানা গেছে, বিসিএস ২৪ ব্যাচের কিছু কর্মকর্তার জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন। তাদের পদোন্নতি হলে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের কর্মজীবন, প্রয়োজনীয় নম্বর, শৃঙ্খলা, কর্মক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, গোয়েন্দা তথ্যসহ অন্যান্য বিষয় এসএসবি পর্যালোচনা করেছে। এছাড়াও, পর্যায়ক্রমে ২৫, ২৭ ও ২৮ ব্যাচ থেকে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে।

প্রশাসনে যুগ্ম সচিবের জন্য ৫০২টি অনুমোদিত পদ রয়েছে। তবে বর্তমানে কর্মরত ৮৬২ জন কর্মকর্তা রয়েছেন। এই পদে দ্বিগুণ সংখ্যক কর্মকর্তা নিয়োগ থাকলেও একাধিক বৈঠক শেষে এসএসবি পদোন্নতির জন্য বিসিএস ২৪ ব্যাচকে বিবেচনায় নিয়েছে।

প্রসঙ্গত, এই ব্যাচের কর্মকর্তাদের নিয়োগ নিয়ে এক সময় আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরূপ মন্তব্য করেছিলেন এবং তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এই ব্যাচের প্রায় ৩০০ কর্মকর্তা পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন এবং অন্যান্য ক্যাডারের কর্মকর্তাও পদোন্নতি পাচ্ছেন। তাদের শৃঙ্খলা, কর্মজীবনের আমলনামা, এবং অন্যান্য বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে