ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

‘আয়নাঘর’ পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মন্তব্য

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৩:৪৫:০৩
‘আয়নাঘর’ পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার ‘আয়নাঘর’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং মন্তব্য করেন। তিনি বলেন, "আয়নাঘর" পরিদর্শন করে অবাক হয়েছেন এবং জানান যে, আওয়ামী লীগ সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করেছে।

ড. ইউনূস আরও বলেন, যাদের এই অপরাধের সঙ্গে সম্পর্ক ছিল তাদের সবার বিচার করা হবে। এ সময় তিনি এই স্থানগুলোর অতীত কার্যক্রম এবং নির্যাতন কক্ষ হিসেবে ব্যবহারের ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

‘আয়নাঘর’ তিনটি জায়গা নিয়ে গঠিত যা আগে গোপন কারাগার এবং নির্যাতন কক্ষ হিসেবে ব্যবহৃত হতো। এসব স্থানগুলোতে আওয়ামী লীগ সরকারের সময় বেশ কিছু গুমের শিকার ব্যক্তিদের রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এর আগে ১৯ জানুয়ারি, প্রধান উপদেষ্টা ড. ইউনূস গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে বৈঠক করে গুমের ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরে তিনি গতকাল ‘আয়নাঘর’ পরিদর্শন করেন, যেখানে গুমের শিকারদের রাখা হতো এবং নির্মম নির্যাতন করা হতো।

গুম কমিটি জানায়, এর প্রতিবেদন অনুসারে আয়নাঘরের অস্তিত্বের কথা উল্লেখ করা হয়েছিল, যা তার পর থেকে একটি বিতর্কিত বিষয়ে পরিণত হয়েছে।

ড. ইউনূস তাঁর বক্তব্যে বলেন, সরকারকে এই সব অপরাধের জন্য দায়ী করে তাদের বিচার দাবির কথা তুলে ধরেন।

তানভীর/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে