ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫
Sharenews24

জামায়াতের ১০০ আসনে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা

২০২৫ ফেব্রুয়ারি ১১ ১১:১৮:২১
জামায়াতের ১০০ আসনে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১০০টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এই প্রার্থীরা বিভিন্ন জেলার আসন থেকে নির্বাচন করার জন্য মনোনীত হয়েছেন। কিছু গুরুত্বপূর্ণ প্রার্থীর নামের তালিকা:

১. গাজীপুর (পাঁচটি আসন)

২. কুষ্টিয়া (চারটি আসন)

৩. ঝিনাইদহ (চারটি আসন)

৪. রাজশাহী (পাঁচটি আসন)

৫. খুলনা (ছয়টি আসন)

৬. চট্টগ্রাম (১৬টি আসন)

৭. বরিশাল (দুটি আসন)

৮. ময়মনসিংহ (দুটি আসন)

৯. ফরিদপুর (দুটি আসন) ১০. নোয়াখালী (দুটি আসন)

১১. চাঁদপুর (দুটি আসন)

১২. কুমিল্লা (দুটি আসন)

১৩. ব্রাহ্মণবাড়িয়া (দুটি আসন)

১৪. নরসিংদী (দুটি আসন)

১৫. কিশোরগঞ্জ (দুটি আসন) ১৬. মাগুরা (দুটি আসন)

১৭. মানিকগঞ্জ (দুটি আসন)

১৮. রাজবাড়ী (দুটি আসন) এই প্রার্থীরা বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সদস্য, এবং তারা ঐসব আসনে নির্বাচন করবেন।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে